যাতনা কাহারে বলে !

হেপাটাইটিস বি এক রক্তবাহিত জীবাণু এবং সারা বিশ্বব্যাপী লিভার রোগের অন্যতম প্রধান কারণ| পৃথিবী জুড়ে প্রায় 30 কোটি মানুষ আক্রান্ত এবং এ সংখ্যা ক্রমবর্ধমান| ভারতবর্ষে গড়ে শতকরা 4 জন এই ভাইরাস বহন করে চলেছেন; অনেকে নিজের অজান্তেই | অতিরিক্ত সংক্রমণ প্রবণতা দেখা যায় তাদের যারা ইনজেকশন ড্রাগ এড্ডিক্ট, যাদের বহু যৌনসঙ্গী আছে আর যারা চিকিৎসা পরিষেবার সাথে যুক্ত|

2016 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অঙ্গীকার করে সারা বিশ্ব থেকে 2030 সালের মধ্যে হেপাটাইটিস বি কে নির্মূল করার| আজ বিশ্বের অধিকাংশ দেশেই জাতীয় হেপাটাইটিস বি দূরীকরণ প্রোগ্রাম চালু আছে| আক্রান্ত জনগোষ্ঠীর যেহুতু মাত্র শতকরা দশ ভাগ তাদের সংক্রমণ সম্বন্ধে অবহিত, তাই আরো অধিক সংখ্যায় টেস্ট করার ওপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে| এছাড়াও হেপাটাইটিস বি দূরীকরণ এর জন্য সর্ব স্তরের মানুষের ভ্যাকসিনেশন, চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন, চিকিৎসার সর্বজনীক অধিকার এবং সরলীকৃত নির্দেশাবলী জরুরি পদক্ষেপ|

হেপাটাইটিস বি দূরীকরণের উদ্দেশ্যে কাজ করে চলেছেন অগণিত স্বাস্থ্যকর্মী, গবেষক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ| কিন্তু দুঃখের বিষয়, যাদের কথা ভেবে এতো কিছু সেই আক্রান্ত মানুষগুলো পড়ে আছেন বহু দূরে| তাদের আশা, আকাঙ্খা আর অধিকারের নিঃশব্দ বাণী পৌঁছচ্ছে না কারো কানে| এই অসহায়তা আর বঞ্চনার গুরুত্ব শুধু রুগীর সংখ্যা আর মৃতের হিসাব দিয়ে মাপা যাবে না| প্রতিটি মানুষের অভিজ্ঞতা ভিন্ন ও তাঁর নিজস্ব| আজ তাই সময় এসেছে এই আক্রান্ত মানুষগুলোর কথা শোনার|

সমাজবিদেরা আজ প্রধানত তিন ধরণের সমস্যার কথা উপলদ্ধি করছেন :

1. প্রাথমিক সমস্যা : যা আক্রান্ত ব্যক্তির মনোসামাজিক সমস্যা
2. আনুষঙ্গিক সমস্যা : যা আক্রান্ত ব্যক্তির প্রতি সামাজিক প্রতিক্রিয়ার ফলস্বরূপ
3. সুদূরপ্রসারী সমস্যা : এই সামাজিক প্রতিক্রয়া যে ক্ষতি বয়ে আনে

প্রাথমিক সমস্যার মধ্যে প্রথমেই পরে লিভার ক্যান্সার ও লিভার সিরোসিস এর ভয়| হেপাটাইটিস বি রোগ নির্ণয় এক অজানা আশংকায় ভাবিয়ে তোলে; আছে রোগের ক্রমবর্ধমানতা আর অকাল মৃত্যুর ভয়| গুগল ইউনিভার্সিটি তে রুগী হাতড়ে চলেন হেপাটাইটিস বি র তথ্যভান্ডার| আর যত বিদ্যে বাড়ে ততই বাড়ে ভয় ও আতঙ্ক| তথ্য আছে কিন্তু নেই এমন কোনো সার্চ ইঞ্জিন যা দেবে ভরসা| তাই আসে একাকিত্ব, হতাশা আর বাস্তব কে অস্বীকার করবার জেদ| দুশ্চিন্তা ও হতাশা আরো ডালপালা মেলে যখন একদিন সত্যিই রোগের লক্ষন দেখা দেয়|
এর সাথে যোগ হয় আর্থিক চিন্তা| নিয়মিত চিকিৎসা, ঘন ঘন কাজ কামাই, ব্যয়বহুল পরীক্ষা নিরীক্ষা; এসবের দাবি যে অন্তহীন| তার উপর পরিবারের বাকি সদস্যদের পরীক্ষা, তাদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থ্যা – সব তো আর ইন্সুরেন্স দেবে না| আর ভাইরাস ছড়ানোর ভয়| নিজের ই টানা লক্ষ্মণরেখায় গুমরে মরে| বিয়ে নয় সন্তান নয় | শুধুই তুমুল একাকিত্ব |

আনুষঙ্গিক সমস্যা গুলির দিকে এবার দৃষ্টিপাত করা যাক| এতো ঢাক পেটানো প্রচারের আলো তাও মানুষ এখনো ভেবে চলেছেন একসাথে খাবার খেলে, এক চেয়ার এ বসলে, হাত মেলালে, এক গাড়িতে চাপলে সংক্রমণ ছড়াবে| কেউ কেউ আবার ভাবছেন এ ব্যাটা বংশগত রোগে ভুগছে| মানুষের জ্ঞানের পরিধি বাড়লে তো এসব অবৈজ্ঞানিক চিন্তা থাকার কথা নয়| দুঃখের ব্যাপার হলো এ ব্যাপারে চীন এর হাইমেন শহরে এক সমীক্ষায় দেখা গেলো সম্পূর্ণ উল্টো ফল – যত জ্ঞান বাড়ছে তত বাড়ছে ছুৎমার্গতা| তাই শুধু তথ্য নয়, ভরসাটাও জরুরি| এ ব্যাপারে এগিয়ে আসতে পারতেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা| কিন্তু তারা নিজেরাই ভাইরাস এ আতংকিত হওয়ায় তাদের সদিচ্ছা রূপ পাচ্ছে না| সংক্রামিতর পরিবারের সকল সদস্যকেই ক্যারিয়ার ভেবে নিলে ভুল হচ্ছে|
কর্মস্থলে দিনরাত চলছে চাপা গুঞ্জন| আইন আছে অনেক কিন্তু তা ঠুঁটো জগন্নাথ| কোনো কোনো দেশ তো দেয় না প্রবেশের অধিকার |
আর তাই দিনের শেষে আসে নীরবতা, আসে একাকিত্ব | বৃহত্তর সমাজথেকে দূরে সরে যাওয়া | মাদুলি তাবিজ, তুক তাক আর জড়িবুটির অন্ধগলির খোঁজ চলতে থাকে | ধেয়ে আসে অপরাধবোধ|পাপের ভোগ না কর্মফল| নিস্তেজ মন ভাবে এ জীবন মূল্যহীন|
আজ 28শে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে তে আমরা যখন আলোকিত আলোচনাসভায় বসেছি, তখন আমাদের চেতনায় থাকুক এই মানুষ গুলোর না বলা কথা আর অজানা উপলদ্ধি| ওষুধ, পরীক্ষা আর ভ্যাকসিন এর সাথে প্রেসক্রিপশন এ জায়গা করে নিক ভালোবাসা, মমত্ব আর সহানুভূতি | গবেষকরা ফাঙ্কশনাল কিওর এর সাথে আবিষ্কার করুন ফাঙ্কশনালি প্রোডাকটিভ লাইফ কিভাবে বজায় রাখা যায়| সমাজকর্মীরা এগিয়ে আসুন সৎ পরামর্শ দিতে যাতে হেপাটাইটিস বি আক্রান্তরা বিষাদ কাটিয়ে যোগ দেন জীবনের মূলস্রোতে| সমাজবিদেরা আলোকপাত করুন মনোজগতের গহীন বনে; যে আলোর ছটায় দূর হয়ে যায় ভয় অস্থিরতা অনিশ্চয়তা| সর্বোপরি দেশচালকেরা নিয়ে আসুন বিশ্বাসের বাতাবরণ|
সবাইকে নিয়ে শুরু হোক নতুন ভোর!

Written by : Dr. Sanjay Banerjee

Various Medical Services Offered By ILS Hospitals – Kolkata & Agartala 

ILS Group of Hospitals is known for providing affordable medical care to the masses. Our expert healthcare professionals are available round the clock to deliver quality medical consultation, diagnosis, and treatment.

Here’s an insight into some of the essential medical services available at ILS Hospitals in Kolkata and Agartala.

Best Hospitals In Kolkata

Hernia Treatment 

Hernia can be difficult to deal with if not taken care. We provide hernia treatment at our several hospital units – Dum Dum, Salt Lake, Howrah, and Agartala.

Minimally-Invasive/Laparoscopic Surgery

Our healthcare institute stands for laparoscopic surgery. Minimally-invasive surgical procedures have various advantages over traditional general surgeries. A laparoscopic surgery allows you to have minimal surgical incisions, low blood loss, less chance of infections, and an early discharge and recovery.

Weight Loss Surgery

Obesity is a serious problem in our country. So, if the patient fails to lose weight through diet and exercise, there’s an option for weight loss through surgery or bariatric surgery .Our Salt Lake unit is the pioneer of the same.

Joint Replacement

Our hospitals in Kolkata and Agartala provide knee joint replacement to the patients suffering from arthritis and other joint problems.

Diabetes Treatment 

Diabetes is a chronic disease and unfortunately, many Indians suffer from diabetes mellitus. If uncontrolled and ignored it becomes fatal. Hence, ILS Hospitals has facilitated diabetes treatment to everyone living in Kolkata and Agartala.

Liver Treatment

Bad Liver conditions have become quite common due to our unhealthy modern lifestyle. If you are suffering from any liver conditions, get proper liver treatment from our renowned liver specialists.

Medical Emergency Services 

Medical emergency can happen at any moment. ILS Hospitals is always there to help you during such crisis. Our 24X7 emergency services ensure that you receive prompt and accurate emergency treatment.

Visit ILS Hospitals, one of the best hospitals in Kolkata in Agartala for accurate and effective medical treatment.

Let’s Learn Ways To Effectively Prevent Breast Cancer

Breast Cancer is a kind of cancer that develops in the breast cells. It can happen due to various factors, like gender (females are at a higher risk of developing breast cancer), obesity, ageing, exposure to radiation, previous breast conditions, alcohol consumption and genetics.

Dear ladies, ILS Hospitals, the best hospital in Kolkata would like to bring forward preventive measures for breast cancer. But before we tell you the preventive tips for breast cancer, let’s know the symptoms of the same.

  • Swelling in the breast or breasts

  • Rashes and redness in the breast/s

  • Changes in breast anatomy

  • Changes in the nipples’ appearance

  • Pain in the breasts

  • Feeling of lumps or nodes in the breasts

  • Discharge from nipples.

Now, it’s time to know how to prevent and lower your chances of developing breast cancer.

1. Maintain a healthy BMI:

Being overweight or obese (especially after menopause) puts you at more risk of developing breast cancer. Excessive fat issues increase the estrogen levels which in turn makes you vulnerable to breast cancer. To prevent breast cancer, keep a healthy body weight or BMI (18.5-24.9).

2. Control your alcohol consumption:

As we all know, alcohol consumption is injurious to health. Did you know, alcohol is also a culprit behind breast cancer? Alcohol not only raises your estrogen levels but also damages the DNA in cells causing cancer. Avoid consumption of alcohol or at least minimize it.

3. Do physical activities:

If you live an inactive lifestyle, you invite several health issues. It has been found that women who did physical activities regularly had a lower risk of breast cancer. So, ditch the sedentary lifestyle and engage yourself in physical activities.

4. Stop smoking:

Despite numerous warnings on the cigarette packets, people still smoke. Apart from lung cancer and other serious health conditions, smoking is also responsible for causing breast cancer. Ladies, if you have this harmful habit, get rid of it today to protect yourself from breast cancer.

5. Self-examine your breasts:

Regular breast self-exam (once a month) should be encouraged as it helps early diagnosis of any abnormality. To perform a breast self-exam, stand in front of the mirror and observe your breasts. Check for redness, swelling, change in size and nipple discharge. It is always best to learn this self-diagnostic method from an expert gynaecologist.

You should also consult an experienced gynaecologist, whenever you’ve any queries regarding your gynaecological health. Visit ILS Hospitals in Kolkata and Agartala for any medical help.

What Are Multispeciality Hospitals And How Are They More Beneficial Than General Hospital

Even though we all thrive to stay healthy, staying disease-free is always not so easy in reality. Often you need to go to the hospital and clinics to seek consultation from the doctors and get medical screening at the diagnostic centers or pathology labs. While you look for the best hospital, you are certain to come across 2 types of hospitals, general and multispeciality hospitals. Today, we will define what are multispeciality hospitals and how they are more beneficial than general hospitals.

General hospitals are a non-specialized healthcare provider that offers primary and general treatment for patients with all types of medical conditions. Multispecialty Hospital, on the other hand, addresses different branches of medicine under one roof and also offer surgical treatment and diagnostic services. ILS Hospitals is a well-known group of multispeciality hospitals that offers quality healthcare for people at an affordable price. It has 4 units, at Salt Lake, Dumdum, Howrah, and Agartala.

Here we list out some advantages that multispeciality hospitals offer.

1. Numerous medical specialties under one roof, which includes, but not limited to the following:

General Medicine, ENT, GI specialist, Dermatology, General Surgery, Opthalmology, Neuro medicine, Neurosurgeon, Cardiologist, Cardiothoracic surgeon, Pulmonology, Rheumatology, Orthopedic, Gynecology & Obstetrics, Nephrology, Pediatrics, Urology, Endocrinology, Plastic surgery, Dentistry and many more.

You can also find inter-specialties such as Neuro-Ophthalmology which is an interdisciplinary specialty between neurology and Opthalmology. It focuses on the diseases that originate due to some neurological reasons and affect the vision of the patient.

2. It offers high-end diagnostics which includes both general pathologies such as blood profile screening, x-ray scanning, USG, along with critical diagnosis such as cath lab, doppler test, etc.

3. It stays open all day, all around the year and also offers treatment for medical emergencies. It offers 24/ 7 emergency service, along with ambulance services, pharmacy, assistance with the blood bank, ICU, NICU, PICU, etc.

So, as you can clearly see, going to a multispeciality hospital is a much advantageous decision. In case you are not sure which doctor you should refer too, coming to a multispeciality hospital is your best option as they will help you get in touch with the most suitable doctor.

ILS Hospitals is a multispeciality hospital that offers extensive treatment. Come at ILS Hospitals to address a wide range of health conditions.